জাতীয় ডেস্ক॥ দেশের সবচেয়ে উঁচু থানছি-আলীকদম সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটির উদ্বোধন করা হয়।
এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ সেনাবাহিনী ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
থানছি-আলীকদম সড়কের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট। এর নির্মাণকাজ পরিচালনা করেছে সেনাবাহিনীর ১৭ ইসিবি প্রকৌশল বিভাগ। থানছি ও আলীকদম উপজেলা সীমান্তের ডিম পাহাড় এলাকা দিয়ে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণকাজ শুরু হয় ২০০৬ সালে। এতে ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা।
এ সড়কটি থানছি উপজেলা থেকে আলীকদম হয়ে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গিয়ে মিশেছে। এতে বান্দরবান থেকে কক্সবাজার যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে।