খেলা ডেস্ক॥ তৃতীয় ও শেষ ওয়ানডেতে বড় কিছুর হাতছানি আছে বলে মন্তব্য করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের আগে নির্ধারিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাকিব।
দ্বিতীয় ওয়ানডেতে নিজের বোলিং নিয়ে খুশি এই অলরাউন্ডার। বলেন, ‘অনেকদিন পর মনে হয়েছে আমি যেটা করতে চাই, সেটা হয়েছে। আশা করি শেষ ম্যাচে এ ধারা বজায় রাখতে পারব।’
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে পা রেখেই গরমের কথা বলেছিল। চট্টগ্রামেও এখন বেশ গরম। এমন আবহাওয়ায় বিপাকে পড়তে পারেন আফ্রিকানরা। কিন্তু সাকিব মনে করেন, ‘তারা পেশাদার দল। সব দেশে খেলতে অভ্যস্ত। মনে হয় না, ওরা অতটা অসুবিধায় পড়বে।’
শেষ ম্যাচে আগে ব্যাট করা দল ২৫০ করতে পারলে সেটা মোটামুটি নিরাপদ স্কোর হবে বলেও মনে করেন সাকিব, ‘২৫০ রান করলে অন্য দলের উপর চাপ তৈরি হবে। আমাদের ভাল করতে হলে ব্যাটিং, ফিল্ডিং, বোলিং- তিন বিভাগেই পারফর্ম করতে হবে।’
আগামীকাল বেলা ৩টায় চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ঢাকায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনে বাংলাদেশ।