জাতীয় ডেস্ক॥ সিলেটে শিশু রাজন হত্যা মামলার অন্যতম আসামি কামরুলকে সৌদি আরবের জেদ্দায় আটক করা হয়েছে। সৌদি আরবের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন জানান, আটকের পর সৌদি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
তিনি সময় সংবাদকে জানান, সৌদি আরব অবস্থানরত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আহ্বানে স্থানীয় কমিউনিটির লোকজন কামরুলকে আটক করে।