Saturday , 23 June 2018

Home » বিনোদন » হলিউডের সিনেমায় অভিনয় করছেন হৃতিক রোশন

হলিউডের সিনেমায় অভিনয় করছেন হৃতিক রোশন

হৃতিক রোশনবিনোদন ডেস্ক॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার পর হলিউডে অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। খবর হিন্দুস্তান টাইমসের।

জানাযায়, ২০১৪ সালে হৃতিকের সঙ্গে দেখা করেন ‘ফাস্ট এ্যান্ড ফিউরাস’ পরিচালক রব কোহেন। তখন গুজব ওঠে তিনি হলিউডে অভিনয় করতে যাচ্ছেন।

সময় গড়াতে সে গুজবের ধোঁয়াও মিলিয়ে গেছে। তবে এবার হৃতিক নিজেই জানিয়েছেন হলিউডযাত্রার সুখবর।

সম্প্রতি ভারতীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে হলিউডে অভিনয়ের বিষয়টি প্রথমবারের মতো জানান তিনি।

এসময় তিনি বলেন, মনের মতো একটি চিত্রনাট্য পেয়েছি। হলিউডের ওই চলচ্চিত্রে অভিনয়ে সম্মতিও জানিয়েছি এরইমধ্যে।

চলতি বছর চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানান তিনি।

হলিউডের সিনেমায় অভিনয় করছেন হৃতিক রোশন Reviewed by on . বিনোদন ডেস্ক॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার পর হলিউডে অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। খবর হিন্দুস্তান টাইমসের। জানাযায়, ২০১৪ সালে হৃতিকের সঙ্ বিনোদন ডেস্ক॥ অবশেষে সকল জল্পনা-কল্পনার পর হলিউডে অভিনয় করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। খবর হিন্দুস্তান টাইমসের। জানাযায়, ২০১৪ সালে হৃতিকের সঙ্ Rating:
Ready Made Online Newspaper Website
scroll to top

Facebook